১৯ জুলাই অনলাইনে INDIA জোট নেতাদের বৈঠক

১৯ জুলাই সন্ধ্যায় INDIA জোট নেতাদের অনলাইন বৈঠক, জানালেন কেসি ভেনুগোপাল।

author-image
Aniket
New Update
KC Venugopal

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে INDIA জোটভুক্ত দলগুলির শীর্ষ নেতারা ১৯ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭টায় অনলাইন বৈঠকে বসছেন। এই বৈঠকের কথা টুইট করে জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) ও লোকসভার সাংসদ কেসি ভেনুগোপাল।

টুইটে ভেনুগোপাল লেখেন, "দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে INDIA জোটের গুরুত্বপূর্ণ বৈঠক ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় অনলাইনে অনুষ্ঠিত হবে।"

kc venugopal aq1.jpg

বিশেষজ্ঞদের মতে, আসন্ন রাজ্য নির্বাচন ও বিভিন্ন বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় এবং কৌশলগত পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি সংসদের মনসুন অধিবেশন ঘিরেও কৌশল নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

INDIA জোটের তরফে এ ধরনের বৈঠক বিরোধী ঐক্য জোরদার করতে নিয়মিতভাবেই ডাকা হয়, তবে এবারের বৈঠক রাজনৈতিক উত্তাপের মাঝে বিশেষ গুরুত্ব পাচ্ছে।