মহা সমাবেশের আগের দিন, সামনে চলে এল ইন্ডিয়া জোটের সত্য!

কটাক্ষের সুর শোনা গিয়েছে বিজেপি প্রার্থী ভি মুরালীধরনের গলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india allianceee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ, যা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষের সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং আটিঙ্গল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভি মুরালীধরনের গলায়।

rtrtgtyhyu.png

তাঁর কথায়, “কংগ্রেস দলের সাথে সমস্যাটি হল তাদের নিজেদের বোঝার অভাব বা নিয়মের অব্যবস্থাপনা। তারা ২০১৮-১৯ সালের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল। এবং এটি ৬ বছরেরও বেশি সময়। তারা কী করছিল? কেন তারা আগে নোটিশের জবাব দেয়নি?... কংগ্রেস তাদের বাদ দেওয়ার জন্য রাজনৈতিক পুঁজি অর্জনের চেষ্টা করছে, আয়করের নোটিশের জবাব দিতে তারা ব্যর্থ এবং অক্ষম। তারা এখন যে পরিস্থিতিতে রয়েছে তার জন্য তাদের নিজেদের নেতৃত্বকেই দায়ী করা উচিত। ইন্ডিয়া জোট তো একটা অজুহাত”।

kejriwal in india.webp

Add 1