ইন্ডিয়া জোটকে ভাঙা সহজ নয়, ঘোষণা কংগ্রেসের

'বিজেপি বিশ্বাস করে যে ঝাড়খণ্ডে বিধায়কদের শিকার করা সহজ হবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india addllianceee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ রাঁচিতে রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রভাব দেখা যাবে আজ সেখানে। আর তার আগে বিহার রাজনীতি তথা নীতীশ কুমার নিয়ে কটাক্ষ করতে দেখা গেল কংগ্রেস নেতা জয়রাম রমেশকে।

এদিন তিনি বলেন, “আমরা রাঁচিতে যাচ্ছি এবং রাহুল গান্ধী সেখানে একটি মহাসভায় বক্তব্য পেশ করবেন। নীতীশ কুমার গত ২৮ জানুয়ারি পদত্যাগ করেন। আবার ওই একই দিনে এনডিএ সরকারের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। অথচ গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পদত্যাগ করেন। কিন্তু চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করতে সেই রাজ্যের রাজ্যপাল ২ দিন সময় নিয়ে নেয়। আসলে বিজেপি বিশ্বাস করে যে ঝাড়খণ্ডে বিধায়কদের শিকার করা সহজ হবে এবং আমরা ইন্ডিয়া জোট ভেঙে দিতে পারব। তবে তাঁদের এই ধারণা ভুল প্রমাণিত হবে”।

স্ব

স

স