২০২৪, আমেঠি থেকে কে জিতবে? জানিয়ে দিলেন কংগ্রেস নেতা

২০২৪ সালের লোকসভা ভোটে আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানি পরাজিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে ২০২৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে নিজের মত ব্যক্ত করলেন  কংগ্রেস নেতা পিএল পুনিয়া। এদিন  কংগ্রেস নেতা পিএল পুনিয়া  বলেন, "INDIA জোট সিদ্ধান্ত নিয়েছে যে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নির্ধারণ করা হবে। নির্বাচিত সংসদ সদস্যরাই প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এটা সত্য যে ২০২৪ সালে আমেঠির জনগণ স্মৃতি ইরানিকে পরাজিত করবে এবং কংগ্রেস বা INDIA জোটের প্রার্থী অবশ্যই সেখানে জিতবে।"