অর্থনীতিতে বিশ্বে চতুর্থ ভারত! কত নম্বরে পাকিস্তান? শুনলে হেসে লুটিয়ে পড়বেন

বিশ্ব অর্থনীতিতে ভারত এখন চতুর্থ, পাকিস্তান ৪৫তম। রিজার্ভেও বিশাল ফারাক—ভারতের $685.7B, পাকিস্তানের মাত্র $16B।

author-image
Debapriya Sarkar
New Update
shahbaz

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব অর্থনীতিতে ভারতের চমকপ্রদ উত্থান—নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন নামমাত্র জিডিপির নিরিখে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অন্যদিকে, পাকিস্তান রয়েছে অনেক পিছিয়ে—তাদের অবস্থান ৪৫তম।

Modi

বিদেশি মুদ্রার রিজার্ভের দিকেও বড় ফারাক। ভারতের হাতে এখন ৬৮৫.৭ বিলিয়ন ডলার রিজার্ভ, সেখানে পাকিস্তানের ঝুলিতে মাত্র ১৬ বিলিয়নের মতো। দ্রুত কমে আসছে তাদের রিজার্ভের পরিমাণও।