বিহারে ভাঙতে চলেছে ইন্ডি জোট ! বড় দাবি করলেন হেভিওয়েট নেতা

কেন এমন দাবি করলেন এই নেতা ?

author-image
Debjit Biswas
New Update
Congress Flag ১

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিহারে এনডিএ জোট ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আর এবার তেজস্বী যাদবের এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন এলজেপি সাংসদ সম্ভাবী চৌধুরী। তিনি বলেন, "তেজস্বী যাদব কেন এমন ভাবছেন যে এনডিএ জোটের কোনও দল তার সঙ্গে জোট করতে যাবে ?"

SAMBHAVI

এছাড়াও তিনি বলেন, "বারবার দেখা গেছে যে, বিহারের মানুষ আরজেডি পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এনডিএ জোটের কোনও দল তাদের সঙ্গে জোট করতে চায় না। আমরা ঐক্যবদ্ধ, বরং বিহার নির্বাচনের পর এই ইন্ডি জোট টিকবে না।"