নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শহিদ হয়েছেন স্বামী মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত ক্যাপ্টেন অংশুমান সিং। স্বামীর এই পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেছিলেন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী এবং মা। তবে এরপরেই ক্যাপ্টেনের স্ত্রী স্মৃতি সিংকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।
/anm-bengali/media/post_attachments/925242cc773be7b53b0cbf67cb8b620fa646aca17ba0608462dcc67a8f6984db.jpg?im=FitAndFill=(540,360))
সূত্র মারফত জানা গিয়েছে যে, স্বামীর পুরস্কার হাতে নিয়ে তার স্ত্রী স্মৃতি সিং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। তবে সেই ছবি পোস্ট করার পরেই তাকে ঘিরে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। সেই পোস্টের নীচে একাধিক কুরুচিকর কমেন্টও করা হয়েছে। সেই মন্তব্যের ভিত্তিতে এই ঘটনায় সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। তারা দিল্লি পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের আর্জি জানান।
/anm-bengali/media/post_attachments/6655a9923910db96b1181fdf3f4f67a5673585ceb377d58d6be6b7a0cf7320be.jpg)
শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য, পদক্ষেপ নিল মহিলা কমিশন
কঠোর পদক্ষেপের দাবি করা হয়েছে।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শহিদ হয়েছেন স্বামী মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত ক্যাপ্টেন অংশুমান সিং। স্বামীর এই পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেছিলেন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী এবং মা। তবে এরপরেই ক্যাপ্টেনের স্ত্রী স্মৃতি সিংকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।
সূত্র মারফত জানা গিয়েছে যে, স্বামীর পুরস্কার হাতে নিয়ে তার স্ত্রী স্মৃতি সিং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। তবে সেই ছবি পোস্ট করার পরেই তাকে ঘিরে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। সেই পোস্টের নীচে একাধিক কুরুচিকর কমেন্টও করা হয়েছে। সেই মন্তব্যের ভিত্তিতে এই ঘটনায় সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। তারা দিল্লি পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের আর্জি জানান।