/anm-bengali/media/media_files/Jp1lCLFbWMNSOhnt6oq4.jpg)
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর (Bengaluru) মহীশূরে কে সুব্রহ্মণ্য রায়ের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বারান্দায় একটি ছোট গাছে ঝুলিয়ে রাখা ১ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ। বাজেয়াপ্ত করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার ফলে নগদ অর্থের উৎস সম্পর্কে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, সুব্রহ্মণ্য রাই পুট্টুর বিধানসভা কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস (Congress) প্রার্থী অশোক কুমার রায়ের ভাই। নির্বাচনকে সামনে রেখে আয়কর কর্মকর্তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের সন্ধান পেয়েছেন। এই অভিযানের ফলে বিপুল পরিমাণ বেহিসাবী নগদ অর্থ, স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ উপায়ে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার যে কোনও প্রচেষ্টা রোধ করার প্রয়াসে সন্দেহজনক লেনদেন এবং অন্যান্য আর্থিক অনিয়মের উপর নজর রাখছে কর্তৃপক্ষ।
The Income Tax (IT) department on Wednesday conducted raids at Karnataka Congress candidate Ashok Kumar Rai’s brother K Subrahmanya Rai’s residence in Mysuru: Sources pic.twitter.com/VyPTjBENEw
— ANI (@ANI) May 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us