১৭০০ কোটি টাকার নোটিস! ভোটের আগে চরম বিপাকে কংগ্রেস

ভোটের আগে কংগ্রেসের কোমর ভাঙল আয়কর দফতরের নোটিস।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ১৭০০ কোটি টাকার নোটিস, পায়ের তলার মাটি হারিয়ে ফেলার উপক্রম জাতীয় কংগ্রেসের। বৃহস্পতিবার, আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপর কয়েক ঘণ্টাও যায়নি, তার আগেই জাতীয় কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস দিল আয়কর বিভাগ। কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিসের কথা জানিয়ে বলেছেন, "২০১৭-১৮ থেকে ২০২০-২১, এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ-সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।" 

Congressflag.jpg