নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের প্রথম ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারতীয় মহিলারা প্রতিটি ক্ষেত্রে আশ্চর্য কাজ করছেন। আরেকটি ক্ষেত্র, যেখানে মহিলারা নিজেদের ছাপ রেখেছেন তা হল স্বনির্ভর গোষ্ঠী। বর্তমানে দেশে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ও পরিধি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন 'নমো ড্রোন দিদিয়াঁ'কে প্রতিটি গ্রামে কৃষিক্ষেত্রে ড্রোনের মাধ্যমে চাষের কাজে সাহায্য করতে দেখা যাবে। উত্তরপ্রদেশের বাহরাইচে মহিলারা স্থানীয় উপকরণ ব্যবহার করে জৈব সার এবং জৈব বালাইনাশক তৈরির কথা জানতে পারলাম। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নিবিয়া বেগমপুর গ্রামের মহিলারা গোবর, নিমপাতা ও বেশ কিছু ঔষধি গাছ মিশিয়ে জৈব সার তৈরি করেন। একইভাবে, এই মহিলারা জৈব কীটনাশকও প্রস্তুত করে। এই মহিলারা 'উন্নতি জাভিক ইকাই' নামে একটি সংস্থা তৈরি করেছেন। যা এই মহিলাদের জৈব পণ্য তৈরিতে সহায়তা করে। জৈব পণ্যগুলির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার ফলস্বরূপ, এই এসএইচজিগুলির সাথে যুক্ত মহিলাদের আয় বেড়েছে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।”