বড় সাফল্য ! পর্যটকদের সংখ্যার নিরিখে ১ কোটি ছাড়াল ভারতের এই রাজ্য

অসমে ঘুরতে এসেছেন এক কোটির বেশি পর্যটক। এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

author-image
Ritika Das
New Update
assam tea.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ঘুরতে যাওয়ার জন্য অসম যে একটি আদর্শ জায়গা, বুঝিয়ে দিল এই সমীক্ষা। এক কোটিরও বেশি পর্যটক এসেছে অসমে। যা অসমের ইতিহাসে এই প্রথম। টুইট করে এই সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

প্রতি বছরই বহু মানুষ অসম ঘুরতে যান। ফলে রাজ্যের অর্থনীতি অনেকটাই নির্ভর করে এই পর্যটন ব্যবস্থার উপর। রিপোর্ট বলছে যে, অসমে এক কোটিরও বেশি মানুষ ঘুরতে এসেছে। যা অসমের ইতিহাসে এর আগে কখনও হয়নি। ফলে নতুন মাইলস্টোন তৈরি করতে পেরে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।