New Update
/anm-bengali/media/media_files/zKUvzlclIxmMJjxaj5r7.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ঘুরতে যাওয়ার জন্য অসম যে একটি আদর্শ জায়গা, বুঝিয়ে দিল এই সমীক্ষা। এক কোটিরও বেশি পর্যটক এসেছে অসমে। যা অসমের ইতিহাসে এই প্রথম। টুইট করে এই সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
প্রতি বছরই বহু মানুষ অসম ঘুরতে যান। ফলে রাজ্যের অর্থনীতি অনেকটাই নির্ভর করে এই পর্যটন ব্যবস্থার উপর। রিপোর্ট বলছে যে, অসমে এক কোটিরও বেশি মানুষ ঘুরতে এসেছে। যা অসমের ইতিহাসে এর আগে কখনও হয়নি। ফলে নতুন মাইলস্টোন তৈরি করতে পেরে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
Assam tourist arrivals cross 1 crore for the first time in history, tweets CM Himanta Biswa Sarma. pic.twitter.com/axxlPCsUV3
— ANI (@ANI) July 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us