/anm-bengali/media/media_files/ZUxUuGHXABAd1dN4NCxN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট। আর এই ভোটের আগে নির্বাচনী প্রচারে ঝড় তুলছে রাজনৈতিক দলগুলি। এদিকে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি (BJP)। আজ শুক্রবার কর্ণাটকের শিরাহাত্তিতে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, 'কর্ণাটকের মানুষ যখন 'পদ্ম' বোতাম টিপবেন, তখন বুঝবেন আপনি বিধায়ক, মন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন না। ভাববেন আপনারা 'মহান কর্ণাটক' তৈরিতে প্রধানমন্ত্রী মোদীর হাতকে শক্তিশালী করতে এই কাজ করছেন।' এছাড়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'বিষাক্ত সাপ'-এর আখ্যা প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'কংগ্রেসের বুদ্ধি সব লোপ পেয়েছে।' দেখুন ভিডিও...
#WATCH | #KarnatakaElections2023 | "...When the people of Karnataka press the 'Lotus' symbol, understand that you are not voting to elect an MLA or a minister & CM. Your vote will strengthen PM Modi's hands in creating 'Mahan Karnataka.' Your vote will protect Karnataka from… pic.twitter.com/gnt636BoQb
— ANI (@ANI) April 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us