চলন্ত ট্রেনে গুলিতে মৃত ৪, এবার ১৫ লক্ষ টাকার ঘোষণা

মহারাষ্ট্রের পালঘরের কাছে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে চলন্ত ট্রেনের মধ্যেই এএসআই এর সঙ্গে বচসার জেরে এক আরপিএফ কনস্টেবল এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যার ফলে ৪ জনের মৃত্যু হয়েছে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
jaipurr.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার জয়পুর থেকে মুম্বাইগামী ট্রেন জয়পুর এক্সপ্রেসে (Jaipur Express) নির্বিচারে গুলি চালানো হয়। এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। যে আরপিএফ কনস্টেবল গুলি চালিয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনায় আরপিএফের এক এএসআই-সহ চারজন নিহত হয়েছেন। এরই মাঝে এই ঘটনা নয়া মোড় নিল। জানা গিয়েছে, মুম্বাই-জয়পুর এক্সপ্রেসে গোলাগুলির ঘটনায় মৃত এএসআই টিকারাম মীনার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেলওয়ে সুরক্ষা কল্যাণ নিধি থেকে ১৫ লক্ষ টাকা, শেষকৃত্যের খরচ বাবদ ২০,০০০ টাকা, ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি বাবদ ১৫ লক্ষ টাকা, সাধারণ বীমা প্রকল্প থেকে ৬৫,০০০ টাকা দেওয়া হবে।