মাফিয়াদের কবরে 'ফতিয়া'! কংগ্রেসের ক্লিনচিট! বিস্ফোরক মোদী

লোকসভা ভোটের মধ্যে বিরোধী দলদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Probha Rani Das
New Update
modi pm kopp.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের ফতেপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মাফিয়াদের প্রতি এসপি-র ভালবাসা এখনও শেষ হয়নি, তাদের দলের প্রধান মাফিয়াদের কবরে 'ফতিয়া' পড়ছেন পাকিস্তান আমাদের দেশকে আক্রমণ করত, কংগ্রেস তাদের ক্লিনচিট দিত এবং তারা 'গেরুয়া সন্ত্রাসবাদের' মিথ্যা আখ্যান বুনেছিল।” 

modi gaming.png

Add 1