নির্বাচন, গণতন্ত্র এবং সংবিধান রক্ষার লড়াই! বড় বার্তা খাড়গের

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। বিজেপিকে নিশানা করে বড় মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

author-image
Probha Rani Das
New Update
khargeww1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে।

khargeww2.jpg

দিল্লিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে তিনি বলেন, “এটা শুধু কংগ্রেসের লড়াই নয়। কংগ্রেসের জন্য লড়াই করতে হবে না। কংগ্রেস গত ১৩৯ বছর ধরে বেঁচে আছে, একে মারার চেষ্টা চলছে কিন্তু মরবে না। আমরা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যাঁরা স্বাস্থ্য অনুকূল না থাকলেও দু-একটি বৈঠকে যোগ দিই, তাঁরা সংবিধানকে বাঁচাতে চাই। আমরা গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে চাই। গণতন্ত্র ও সংবিধান রক্ষা পেলে তবেই আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন। অন্যথায় আপনারা স্বাধীনতার আগে যেমন বোবা ও বধির ছিলেন, তেমনি বোবা ও বধির হয়ে যাবেন। এই লড়াইটা আমাদের নিজেদের জন্য।”

Add 1