৫৪ থেকে ৩৮-এ! ভারতের পারফর্ম্যান্সে উন্নয়ন

গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়ান সামিট ২০২৩! কী বললেন অর্থমন্ত্রী?

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

নিজস্ব সংবাদদাতা : মুম্বইতে অনুষ্ঠিত হল গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়ান সামিট ২০২৩-এর তৃতীয় সংস্করণ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।  বিশ্বব্যাঙ্কের লজিস্টিক পারফরম্যান্স সূচকে ভারতের সামগ্রিক ব়্যাঙ্ক আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানালেন তিনি। বলেন,"২০২৩ সালের বিশ্ব ব্যাঙ্কের লজিস্টিক পারফরম্যান্স সূচক রিপোর্ট বলছে যে ভারতীয় বন্দরগুলির টার্নঅ্যারাউন্ড সময় এখন ০.৯ দিন যা সিঙ্গাপুরের চেয়ে ভাল যা ১ দিন, UAE যা ১.১ দিন, জার্মানি ১.৩ দিন, USA ১.৫ দিন, অস্ট্রেলিয়া ১.৭ দিন, রাশিয়া ১.৮ দিন এবং দক্ষিণ আফ্রিকা ২.৮ দিন। বিশ্বব্যাঙ্কের লজিস্টিক পারফরম্যান্স সূচকে ভারতের সামগ্রিক ব়্য়াঙ্ক ২০১৪ সালে ৫৪ থেকে ২০২৩ সালে ৩৮-এ উন্নীত হয়েছে।"

 

 

hiring.jpg