New Update
/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা : সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আজ হতে চলেছে সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানি। এই মামলাটি উঠবে প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মশিহ-এর ডিভিশন বেঞ্চে।
/anm-bengali/media/media_files/2025/04/10/8IWq51NqwdqznEEttaIf.jpeg)
ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সংশোধিত আইন নিয়ে একাধিক প্রশ্ন ও আপত্তি তোলা হয়েছে বিভিন্ন মহলের তরফে। এই প্রেক্ষিতেই আজকের শুনানিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইনজগত।
বিচারপতিরা কী পর্যবেক্ষণ দেন, তা নিয়ে চোখ থাকছে সর্বত্র। আজকের রায় ভবিষ্যতে এই আইনকে ঘিরে দিশা নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us