BREAKING : ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO) বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত ! দেখুন বড় খবর

দেখুন এই মুহূর্তের বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা - আজ সকাল থেকেই যে বৈঠককে কেন্দ্র করে সকলের মনেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই  ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO) বৈঠক অবশেষে শেষ হয়েছে। আর এবার এই বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে নানান তথ্য পাওয়া যাচ্ছে। সূত্র মতে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে দিয়া পক্ষই সীমান্তে গুলি চালানো থেকে বিরত থাকবে। এছাড়াও কোনওরকম সংঘর্ষের সময় কখনই সাধারণ মানুষকে নিশানা বানানো যাবে না, এই সিদ্ধান্তও এই বৈঠকে নেওয়া হয়েছে। 

vikram misri