BREAKING: ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি (GDP) হবে ৬.৮ ট্রিলিয়ন ডলার ! বড় তথ্য সামনে আনলো আইএমএফ (IMF)

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সম্পর্কে এক দারুন পূর্বাভাস দিল আইএমএফ (IMF)। আইএমএফ (IMF) এর রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি (GDP) হবে প্রায় ৬.৮ ট্রিলিয়ন ডলার। এই বিষয়ে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. আনন্দ নাগেশ্বরণ জানিয়েছেন,''আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০-৩১ অর্থবছরে ভারতের জিডিপি ৬.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।'' আইএমএফ (IMF) এর রিপোর্ট অনুযায়ী ২০২৭ সালের মধ্যেই ৫ ট্রিলিয়ন ডলার জিডিপির (GDP) লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে ভারত। 

 GDP Data