তৈরি থাকুন, বর্ষা ঢুকছে, দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন, কী হবে বাংলার?

দেশে কবে বর্ষা ঢুকছে ? আজ অবশেষে জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আজ শুক্রবার আইএমডির তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘ দেশের আবহাওয়া (Weather) বদলাচ্ছে। '

author-image
SWETA MITRA
26 May 2023
তৈরি থাকুন, বর্ষা ঢুকছে, দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন, কী হবে বাংলার?

নিজস্ব সংবাদদাতাঃ দেশে কবে বর্ষা ঢুকছে ? আজ অবশেষে জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আজ শুক্রবার আইএমডির তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘ দেশের আবহাওয়া (Weather) বদলাচ্ছে। আমরা আশা করছি যে জুনের দিকে বর্ষা (Monsoon) কেরালায় পৌঁছাবে। তবে ১ জুনের আগে বর্ষা আসবে বলে আমরা আশা করছি না। বছর বর্ষা স্বাভাবিক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী সপ্তাহে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাতের বন্টন সর্বত্র প্রায় একই রকম হয়, তবে এটি একটি আদর্শ পরিস্থিতি হবে। কোনো সমস্যা হবে না। উত্তর-পশ্চিম ভারতে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে।‘