কেরলে বর্ষা প্রবেশ করতেই দেশবাসীর জন্যে সুখবর শোনালো আইএমডি

'আমরা প্রায় ১০৬% বৃষ্টিপাত পেতে পারি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rain

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেরলে ইতিমধ্যেই পা রেখেছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতেও প্রবেশ করেছে বর্ষা। যা জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গেও পা রাখতে চলেছে বর্ষা। তার আগে দেশজুড়ে চলমান বর্ষা পরিস্থিতি সম্পর্কে ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র (আইএমডির ডিজিএম) বলেন, “আজকের পূর্বাভাসের পর, এটি সকলের জন্য সুখবর। প্রতিবেদন অনুসারে, এই বর্ষা মরসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে, এই মরসুমে আমরা প্রায় ১০৬% বৃষ্টিপাত পেতে পারি। উত্তর-পূর্ব ভারত, লাদাখ, দক্ষিণ ভারতের কিছু অংশ এবং সংলগ্ন অন্যান্য অঞ্চলে স্বাভাবিক থেকে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন মাসে, ১০৮% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে”।

IMD ALERT.jpg