/anm-bengali/media/media_files/J75PubqspfiBy7daURFY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া নিয়ে ফের সুখবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি (IMD)। লাগাতার ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে দেশের রাজধানী দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। তবে আইএমডিজানিয়েছে, এখনই এই আবহাওয়া থেকে মুক্তি মিলবে না, আগামীপাঁচদিনদিল্লিতেহালকাবৃষ্টিপাতএবং আরও দমকা হাওয়ারসম্ভাবনারয়েছে।মঙ্গলবারপর্যন্তজাতীয়রাজধানীতেআরকোনওতাপপ্রবাহেরসম্ভাবনানেই।আইএমডি-রসফদরজংঅবজারভেটরিপূর্বাভাসদিয়েছে, আগামী২৪ঘণ্টায়মধ্যদিল্লি, পূর্বদিল্লি, নয়াদিল্লি, উত্তরদিল্লি, উত্তরপূর্বদিল্লি, উত্তর-পশ্চিমদিল্লি, উত্তরপশ্চিমদিল্লি, দক্ষিণ-পশ্চিমদিল্লি, পশ্চিমদিল্লিরঅধিকাংশজায়গায়বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতহতেপারে।
আইএমডিবিজ্ঞানীরাআরওউল্লেখকরেছেনযেউত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশেরসাথেসংযুক্তপাঞ্জাবেরঅঞ্চলএবংউত্তররাজস্থানেরকিছুঅঞ্চলসহদিল্লিরনিকটবর্তীঅঞ্চলেশিলাবৃষ্টিরসম্ভাবনারয়েছে।বৃহস্পতিবারদিল্লিরঅনেকজায়গায়বজ্রপাতএবংদমকাহাওয়ারপরেভারীবৃষ্টিপাতহয়েছে। জাতীয়রাজধানীতেসর্বনিম্নতাপমাত্রা২২.৬ডিগ্রিসেলসিয়াসেনেমেএসেছেএবংসর্বোচ্চতাপমাত্রা৩৬.৯ডিগ্রিসেলসিয়াসেনেমেএসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us