কত দূরে রয়েছে Cyclone Biparjoy?

ধেয়ে আসছে সাইক্লোন বিপর্যয়। এদিকে এই বিপর্যয় নিয়ে বড় আপডেট দিল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি।

author-image
SWETA MITRA
New Update
biparjoy.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কত দূরে রয়েছে সাইক্লোন ‘বিপর্যয় (Cyclone Biparjoy)?’ এখন সকলের একটাই প্রশ্ন। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি জানাচ্ছে, পূর্ব-মধ্য আরব সাগরের উপর অবস্থিত ভিএসসিএস সাইক্লোনটি আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় গোয়া থেকে প্রায় ৮৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পোরবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং করাচি থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আগামী তিন দিনের মধ্যে এটি আরও তীব্র হবে।