/anm-bengali/media/media_files/TetcdaV2btC1CYOspD26.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় হামুন (Cyclone Hamoon) নিয়ে নতুন করে বড় তথ্য দিল ভারতীয় আবহাওয়া অধি দফতর বা আইএমডি (IMD)। আজ বুধবার আইএমডির তরফে জানানো হয়েছে যে উপকূলীয়বাংলাদেশেরউপরসিএসহামুনদক্ষিণ-পূর্ববাংলাদেশএবংসংলগ্নমিজোরামেরউপরডিডিতেদুর্বলহয়েপড়েছে।এটিউত্তর-পূর্বদিকেঅগ্রসরহয়েআগামী৬ঘণ্টায়আরওদুর্বলহয়েনিম্নচাপেপরিণতহতেপারেএবংপরবর্তী৬ঘন্টায়একটিসুচিহ্নিতনিম্নচাপএলাকায়পরিণতহতেপারে। বুধবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মৌসুমি বায়ু তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মধ্যরাতের দিকে এটি চট্টগ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে বাংলাদেশের উপকূলে অবস্থান করছিল। আজ হামুন বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গসহ পাঁচ টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
CS Hamoon over coastal Bangladesh weakened into DD over southeast Bangladesh & adjoining Mizoram. It is very likely to move northeastwards and weaken further into a depression during the next 06 hours and into a well-marked low-pressure area during the subsequent 06 hours. pic.twitter.com/gOdcjwpDbT
— India Meteorological Department (@Indiametdept) October 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us