/anm-bengali/media/media_files/LqeRe1QcNghoaFrYzHhy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। পাঞ্জাবের চণ্ডীগড়, মোহালি ও হরিয়ানার পঞ্চকুলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আগামী তিন ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় বলে খবর।
পাঞ্জাব, মোহালিওপাতিয়ালায়জল জমে যাওয়ারকারণেশিক্ষার্থীওকর্মীদেরনিরাপত্তানিশ্চিতকরতেপ্রথমথেকেদ্বাদশশ্রেণিরশিক্ষার্থীদেরজন্যস্কুলবন্ধকরেদিয়েছেপ্রশাসন।
পাঞ্জাবেরবেশিরভাগঅংশেঅবিরামবৃষ্টিপাতেরকারণেঘাগরনদীএখনপ্লাবিতহয়েছে।একইসঙ্গেএই নদীর জল বিপদসীমার২দশমিক৫ফুটওপরদিয়েপ্রবাহিতহচ্ছে।ভয়ে কাঁটা হয়ে রয়েছে পাঞ্জাব। এদিকে মোহালিরতিওয়ানাগ্রামেজাতীয়দুর্যোগমোকাবেলাবাহিনীরএকটিদলকেডাকাহয়েছে।
অবিরামবৃষ্টিপাতওজমে যাওয়ার কারণেসোমবারদেশের অনেকশহরেস্কুলবন্ধরাখাহয়েছেএবংবাড়িথেকেকাজকরারকথা বলা হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে। জানা গিয়েছে,শিক্ষার্থীওকর্মীদেরনিরাপত্তারকথামাথায়রেখেদিল্লিএবংউত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবএবংউত্তরপ্রদেশেরকিছুঅংশেস্কুলবন্ধরাখাহয়েছে।
ভারীবৃষ্টিপাতেরকারণেসোমবারজাতীয়রাজধানীতেস্কুলবন্ধথাকবে।দিল্লিরমুখ্যমন্ত্রীঅরবিন্দকেজরিওয়ালটুইটারেলিখেছেন, 'গতদু'দিনধরেদিল্লিতেভারীবৃষ্টিপাতএবংআবহাওয়াদফতরেরসতর্কতারকথামাথায়রেখেআগামীকালদিল্লিরসমস্তস্কুলএকদিনেরজন্যবন্ধরাখাহচ্ছে।‘
১০জুলাইথেকে১৩জুলাইপর্যন্ত উত্তরাখণ্ডেরনৈনিতালেপ্রথমথেকেদ্বাদশশ্রেণিপর্যন্তসমস্তসরকারিওবেসরকারিস্কুলবন্ধথাকবে।দেরাদুনএবংহালদওয়ানিরস্কুলগুলিও১০জুলাইবন্ধথাকবে।গত১১ও১২জুলাইউত্তরাখণ্ডেরচামোলি, পাউড়িগাড়োয়াল, পিথোরাগড়, বাগেশ্বর, আলমোড়া, চম্পাওয়াত, নৈনিতালওউধমসিংনগরজেলায়রেডঅ্যালার্টজারিকরেআবহাওয়াদফতর।
মানালিওকুল্লুসহহিমাচলপ্রদেশেরবেশকয়েকটিঅংশেভারীবৃষ্টিপাতএবংভূমিধসেরকারণেরাজ্যসরকার১১জুলাইপর্যন্তসমস্তস্কুল, কলেজএবংঅন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠানবন্ধরাখারনির্দেশদিয়েছে।সোমবারআবহাওয়াদফতরবিলাসপুর, সোলান, সিমলা, সিরমৌর, উনা, হামিরপুর, মান্ডিএবংকুল্লুতেবজ্রসহমাঝারিথেকেভারীবৃষ্টিপাতেরপূর্বাভাসদিয়েছে।বিচ্ছিন্নস্থানেখুবভারীবৃষ্টিপাতএবংকয়েকটিজায়গায়হালকাথেকেমাঝারিবৃষ্টিপাতেরপূর্বাভাসদেওয়াহয়েছে।
IMD issues Red Alert for Chandigarh, Panchkula (Haryana) and Mohali (Punjab); heavy rainfall expected in next three hours.
— ANI (@ANI) July 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us