বিপদের ঘণ্টা বাজল, রেড অ্যালার্ট জারি একাধিক জেলায়

পাঞ্জাবের ঘাগর নদীর জলস্তর বাড়ছে। নদীর জল বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করছেন নদীর আশেপাশে বসবাসকারী মানুষ। ঘাগর নদীর জল বেশ দ্রুত গতিতে বইছে।

author-image
SWETA MITRA
New Update
ghagar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। পাঞ্জাবের চণ্ডীগড়, মোহালি ও হরিয়ানার পঞ্চকুলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। আগামী তিন ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তিন জেলায় বলে খবর।

পাঞ্জাব, মোহালিপাতিয়ালায়জল জমে যাওয়ারকারণেশিক্ষার্থীকর্মীদেরনিরাপত্তানিশ্চিতকরতেপ্রথমথেকেদ্বাদশশ্রেণিরশিক্ষার্থীদেরজন্যস্কুলবন্ধকরেদিয়েছেপ্রশাসন। 

পাঞ্জাবেরবেশিরভাগঅংশেঅবিরামবৃষ্টিপাতেরকারণেঘাগরনদীএখনপ্লাবিতহয়েছে।একইসঙ্গেএই নদীর জল বিপদসীমারদশমিকফুটওপরদিয়েপ্রবাহিতহচ্ছে।ভয়ে কাঁটা হয়ে রয়েছে পাঞ্জাব। এদিকে মোহালিরতিওয়ানাগ্রামেজাতীয়দুর্যোগমোকাবেলাবাহিনীরএকটিদলকেডাকাহয়েছে।

অবিরামবৃষ্টিপাতজমে যাওয়ার কারণেসোমবারদেশের অনেকশহরেস্কুলবন্ধরাখাহয়েছেএবংবাড়িথেকেকাজকরারকথা বলা হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে। জানা গিয়েছে,শিক্ষার্থীকর্মীদেরনিরাপত্তারকথামাথায়রেখেদিল্লিএবংউত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাবএবংউত্তরপ্রদেশেরকিছুঅংশেস্কুলবন্ধরাখাহয়েছে। 

ভারীবৃষ্টিপাতেরকারণেসোমবারজাতীয়রাজধানীতেস্কুলবন্ধথাকবে।দিল্লিরমুখ্যমন্ত্রীঅরবিন্দকেজরিওয়ালটুইটারেলিখেছেন, 'গতদু'দিনধরেদিল্লিতেভারীবৃষ্টিপাতএবংআবহাওয়াদফতরেরসতর্কতারকথামাথায়রেখেআগামীকালদিল্লিরসমস্তস্কুলএকদিনেরজন্যবন্ধরাখাহচ্ছে।

১০জুলাইথেকে১৩জুলাইপর্যন্ত উত্তরাখণ্ডেরনৈনিতালেপ্রথমথেকেদ্বাদশশ্রেণিপর্যন্তসমস্তসরকারিবেসরকারিস্কুলবন্ধথাকবে।দেরাদুনএবংহালদওয়ানিরস্কুলগুলিও১০জুলাইবন্ধথাকবে।গত১১১২জুলাইউত্তরাখণ্ডেরচামোলি, পাউড়িগাড়োয়াল, পিথোরাগড়, বাগেশ্বর, আলমোড়া, চম্পাওয়াত, নৈনিতালউধমসিংনগরজেলায়রেডঅ্যালার্টজারিকরেআবহাওয়াদফতর। 

মানালিকুল্লুসহহিমাচলপ্রদেশেরবেশকয়েকটিঅংশেভারীবৃষ্টিপাতএবংভূমিধসেরকারণেরাজ্যসরকার১১জুলাইপর্যন্তসমস্তস্কুল, কলেজএবংঅন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠানবন্ধরাখারনির্দেশদিয়েছে।সোমবারআবহাওয়াদফতরবিলাসপুর, সোলান, সিমলা, সিরমৌর, উনা, হামিরপুর, মান্ডিএবংকুল্লুতেবজ্রসহমাঝারিথেকেভারীবৃষ্টিপাতেরপূর্বাভাসদিয়েছে।বিচ্ছিন্নস্থানেখুবভারীবৃষ্টিপাতএবংকয়েকটিজায়গায়হালকাথেকেমাঝারিবৃষ্টিপাতেরপূর্বাভাসদেওয়াহয়েছে।