IMD: ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি

বহু জায়গা বৃষ্টির কবলে পড়েছে। রাস্তাঘাট তো বটেই, বৃষ্টির জল মানুষের বাড়িতে অবধি উঠে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
RAINS CHENNAI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নভেম্বর মাস শেষ হতে চলল, তাও ভারী বৃষ্টিতে কার্যত নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য। এদিকে এই বৃষ্টি এখনই থামছে না, কারণ এই নিয়ে চরম সতর্কতা জারি করল আইএমডি (IMD)। জানা গিয়েছে, আইএমডি আগামী তিন ঘন্টার জন্য চেন্নাই, চেঙ্গালপট্টু, ভেলোর, পুদুকোট্টাই এবং আরও ১২ টি জেলায় মাঝারি বৃষ্টি পাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে।