ভারী বৃষ্টিতে জেরবার রাজ্য, আচমকা জলের তলায় রেল স্টেশন

সোমবার তামিলনাড়ুর দক্ষিণ জেলাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পালায়ামকোট্টাইতে ২৬ সেন্টিমিটার এবং কন্যাকুমারীতে ১৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
station water.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঝড়, বৃষ্টির তাণ্ডবলীলা যেন থামতেই চাইছে না। আবারও একবার নতুন করে দুর্যোগের কালো মেঘ তামিলনাড়ুর (Tamilnadu) আকাশে। ফের একবার ভারী বৃষ্টির (Heavy Rainfall) কবলে রাজ্য। তামিলনাড়ুরশিবগঙ্গায়কোমোরিনঅঞ্চলএবংতারআশেপাশেরঅঞ্চলেএকটি ঘূর্ণাবর্তেরকারণেভারীবৃষ্টিপাত হচ্ছে। আইএমডিআজএবংআগামীকালদক্ষিণতামিলনাড়ুএবংকেরালায়ভারীথেকেঅতিভারীবৃষ্টিপাতেরপূর্বাভাসদিয়েছে। শুধু তাই নয়, ভারীবর্ষণেথুথুকুডিররেলওয়েস্টেশনপ্লাবিত হয়ে গিয়েছে।