ভয়ানক বৃষ্টি, সব ভেসে যাবে, অরেঞ্জ অ্যালার্ট জারি IMD-র

জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। জেরবার হবে স্বাভাবিক জনজীবন।

author-image
SWETA MITRA
New Update
imdddd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে ভাসছে একের পর এক রাজ্য। কেরালার (Kerala) পরিস্থিতিও খারাপ হয়ে গিয়েছে। এদিকে ভারতীয়আবহাওয়াদফতরবা আইএমডি (IMD) আজবৃহস্পতিবার কেরালারপাথানামথিট্টা, কোঝিকোড়এবংইদুক্কিজেলায় 'অরেঞ্জ' সতর্কতাজারিকরেছে।অন্যদিকে তিরুবনন্তপুরম, আলাপ্পুঝা, এর্নাকুলাম, পালাক্কাড, মালাপ্পুরমএবংওয়ানাডজেলায়আজ 'হলুদ' সতর্কতাজারিকরাহয়েছে।