সুকমা সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, ২ নারীসহ নিহত ৩ নকশাল ! কি বললেন পি. সুন্দররাজ ?

বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ নারীসহ মোট ৩ জন মাওবাদী (Naxal) নিহত হয়েছে। এই সাফল্যের পর নিরাপত্তা বাহিনী মাওবাদীদের ঘাঁটি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে।

বস্তার রেঞ্জের পুলিশ পরিদর্শক (IG Bastar) পি. সুন্দররাজ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেছেন যে,''নিরাপত্তা বাহিনী নকশাল প্রভাবিত এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। ১৬ নভেম্বর, সুকমা জেলার চিন্তাকোন্টা থানার অন্তর্গত কোলমাল পাট (Kolmal Pat) জঙ্গলে সকাল ৬টা থেকে মাওবাদীদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এই লড়াইয়ের পর ফের তল্লাশি অভিযানের সময় ২ নারীসহ ৩ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মাওবাদীদের মাথায় সম্মিলিতভাবে ১৫ লক্ষ টাকার পুরস্কার ছিল। ঘটনাস্থল থেকে একটি ৩০৩ রাইফেল, ভিজিএ লঞ্চার (VGA launchers) এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।''

naxal leaders

আইজি সুন্দররাজ আরও বলেন যে, ওই এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে। মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর এই দ্রুত এবং ধারাবাহিক পদক্ষেপের কারণে নকশালদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ নেই। তিনি বলেন,"যে দ্রুত গতিতে আমরা এই অভিযানগুলি পরিচালনা করছি, তাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।"