'' আপ নেতারা অন্যায় না করলে জামিন পাচ্ছেন না কেন ? '' দাবী আপ নেতার

জেলবন্দি আপ নেতাদের জামিনের দাবী।

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আপ সাংসদ সঞ্জয় সিংয়ের মুক্তি প্রসঙ্গে দলের নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, " সঞ্জয় সিং বলেছেন যে দলের তিন শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন কারাগারে রয়েছেন, তাই এটা উদযাপনের মুহূর্ত নয়, লড়াই ও সংগ্রামের মুহূর্ত; যতক্ষণ না আমাদের নেতারা জেল থেকে বের হচ্ছেন, ততক্ষণ দলকে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং এই 'তানাশাহী' (একনায়কতন্ত্রের) বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। বীরেন্দ্রা সচদেবের মতো বিজেপি নেতারা একাধিকবার বলেছেন, আম আদমি পার্টির জেলবন্দি নেতারা যদি কোনও অন্যায় না করে থাকেন, তাহলে জামিন পাচ্ছেন না কেন? এখন তারা বলছে জামিনে কিছু হয় না। তাই বীরেন্দ্র সচদেব ও তাঁর দলের উচিত আগে নিজেদের দিকে নজর দেওয়া। '' 

COVID-19 update: Delhi's positivity rate around 1%, Saurabh Bharadwaj urges  caution | Mint

Add 1