New Update
/anm-bengali/media/media_files/WuF9TKcHtQCtZGd7KsIX.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচন নিয়ে এক বড় দাবি করে দিলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী এবং বিজেপি-র প্রবীণ নেতা কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya)। তিনি বলেন,''বিহার বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের কোনও প্রভাব নেই। মানুষের আস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পক্ষেই রয়েছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/cy9pxihRLlN15JOslPIp.jpg)
এরপর তিনি বলেন,''জনগণ এনডিএ (NDA)-র সঙ্গে আছে। নির্বাচন জেতার পর নীতিশ কুমারই আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us