দক্ষিণ পাকিস্তান তৈরী করতো মুসলিমরা ! ওয়াকফ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন ডিএমকে নেতা

কেন এমন দাবি করলেন এই হেভিওয়েট ডিএমকে নেতা ?

author-image
Debjit Biswas
New Update
TKS

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ ইস্যুতে ফের একবার বিজেপিকে কড়া আক্রমণ করলেন ডিএমকে নেতা টি.কে.এস. ইলাঙ্গোভন। তিনি বলেন,  "বিজেপি ভারতের মুসলিমদের নিশানা বানাচ্ছে। তারা মুসলিমদের আরও প্রান্তিক করতে চাইছে এবং হিন্দু রাষ্ট্রের ধারণাকে শক্তিশালী করছে।"

TKS

এছাড়াও তিনি বলেন, "যদি স্বাধীনতার সময়ে দক্ষিণ ভারতীয় মুসলিমরা আলাদা রাষ্ট্রের দাবি তুলতেন, তাহলে হয়তো দক্ষিণ পাকিস্তান বলেও একটা রাষ্ট্র তৈরি হতে পারত, যেমনভাবে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হয়েছিল। কিন্তু হায়দ্রাবাদ ও কাশ্মীরের মুসলিমরা ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।