New Update
/anm-bengali/media/media_files/WCFnU4ybTJqef3nUZzzI.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার মাওবাদীদের একটি বড় ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। আজ বিজাপুরের গ্যাংলুর থানা এলাকার চেরপাল এবং পেদ্দা কর্মা গ্রামে,নিরাপত্তা বাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে প্রায় ১০ কেজি ওজনের একটি আইইডি (IED) এবং ৩ কেজি ওজনের একটি বিজিএল (BGL) সেল উদ্ধার করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/HiZilpB7lWUWsKXHYSNx.jpg)
এই বিষয়ে পুলিশ সূত্রে খবর,''বিজাপুরের এই এলাকায়,একটি ইলেকট্রিক তার দেখতে পেয়ে সন্দেহ হওয়ায়, আজ ডিআরজি (DRG) এবং সিআরপিএফ-এর ২২২ নম্বর ব্যাটালিয়নের বম ডিসপোজাল স্কোয়াড (BDS) দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশির সময় একটি স্টিলের টিফিনের মধ্যে ওই বিস্ফোরকগুলি খুঁজে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করে।''
এই সাফল্যের ফলে একটি বড় ধরণের মাওবাদী হামলার ছক বানচাল করে নিরাপত্তা বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us