New Update
/anm-bengali/media/media_files/2025/05/12/fno6h8Gn7cd4p2DEIpom.jpeg)
নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে আইইডি বোমা বিস্ফোরণ। আহত ঝাড়খণ্ড জাগুয়ার সৈনিককে বিমান থেকে উদ্ধার করে রাঁচিতে আনা হয়েছে।
জানা যায় যে ঝাড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলার অন্তর্গত ছোটনাগড়া থানার কুলাপাবুরু ডালাইগাধা এবং মারাংপোঙ্গার বন্য/পাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি অভিযানের সময় নক্সালপন্থীদের আইইডি বিস্ফোরণের ফলে ঝাড়খন্ড জাগুয়ার বোমা প্রতিবাদ গ্রুপ রিজার্ভেশন ১০১ মনোজ কুমার দামাই আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে রাঁচির রাজ হাসপাতালে।
/anm-bengali/media/media_files/2025/05/12/8N0VS9yAMIpLdWKJcygk.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us