BREAKING : এখনও চলছে অপারেশন সিঁদুর ! যুদ্ধবিরতির মাঝেই বড় টুইট করলো ভারতীয় বায়ু সেনা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
oparetion sindoor

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মাঝেই এক বড় টুইট করলো ভারতীয় বায়ু সেনা। আজ এই বিষয়ে ভারতীয় বায়ু সেনার  অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখা হয়,''অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ু সেনা, নির্ধারিত সমস্ত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে, যথাযথ পরিকল্পনা ও পেশাদারিত্ব বজায় রেখে। এই অভিযান অত্যন্ত সুচারুভাবে, জাতীয় লক্ষ্য অনুযায়ী পরিচালিত হয়েছে । এই অপারেশন এখনও  চলছে, তাই এই অপারেশনের বিস্তারিত ব্রিফিং পরে দেওয়া হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে, কেউ গুজব না ছড়াবেন না এবং যাচাই না করে কোনও তথ্য প্রচার করবেন না।”

IAF1