‘ইস্তফা দিচ্ছি না,’ স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, গত ৩ মে থেকে মণিপুরে মেইতাই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এহেন অবস্থায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল যে পদত্যাগ কী করবেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং?

author-image
SWETA MITRA
New Update
mani.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘ইস্তফা দিচ্ছি না।‘ আজ শুক্রবার টুইট করে স্পষ্টভাবে জানিয়ে দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। মণিপুরে (Manipur) মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সহিংসতায় এ পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলি। রাজ্যের সঙ্কট দমনে একেবারেই ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিং বলে আওয়াজ তুলেছিল অনেকে। যদিও রাজ্যের বহু মানুষ চাইছেন না যে বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিক। 

এদিন মুখ্যমন্ত্রীর ইম্ফলের বাড়ির সামনে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিং ইস্ফতা দিতে পারবেন না। এদিকে মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় লেখেন,  "এই গুরুত্বপূর্ণ সময়ে আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব না।“

 এর আগে মণিপুরের স্থানীয়রা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, ‘আমরা চাই না মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তাঁর পদত্যাগ করা উচিত নয়। তিনি আমাদের জন্য অনেক কাজ করছেন। আমরা মুখ্যমন্ত্রীকে সমর্থন করছি। আমরা দুই মাস ধরে অস্থিরতার মধ্যে রয়েছি।‘

অনেকেই বলছেন, ‘আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যখন ভারত সরকার এবং মণিপুর সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে এই সংঘাতের সমাধান করবে। এমন পরিস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন, তাহলে মানুষ এখানে কীভাবে বাস করবে? কে আমাদের নেতৃত্ব দেবে?’

বীরেন সিং-এর সমর্থকরা জানাচ্ছেন, "সংগ্রামের শুরু থেকেই তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাই না তিনি পদত্যাগ করুন। তাদের ওপর আমাদের আস্থা আছে।“ উল্লেখ্য, গত ৩ মে থেকে মণিপুরে মেইতাই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আক্রান্ত হয়েছেন নিরাপত্তা রক্ষীরা। মানুষের ঘর, বাড়ি, চার্চ অবধি জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রায় দুই মাস ধরে মণিপুর জাতিগত সহিংসতার আগুনে জ্বলছে। শান্তি পুনরুদ্ধারের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে না। এদিকে শুক্রবার ৩০ জুন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করতে পারেন বলে দাবি করা হচ্ছিল। একই সঙ্গে এন বীরেন সিং মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকির সঙ্গে দেখা করতে পারেন বলেও শোনা যাচ্ছিল।