আই লাভ মুহাম্মদের পাল্টা ! 'আই লাভ যোগী', 'আই লাভ মোদী' পোস্টারে ছেয়ে গেল উত্তর প্রদেশ

কি ঘটছে উত্তর প্রদেশে ?

author-image
Debjit Biswas
New Update
modi yogi shah.jpg

নিজস্ব সংবাদদাতা :  উত্তর প্রদেশের মোরাদাবাদের শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের ভক্তদের মধ্যে আজ এক ভিন্ন চিত্র দেখা গেল। আজ বহু ভক্ত মন্দির চত্বরে 'আই লাভ যোগী' (I Love Yogi), 'আই লাভ মোদী' (I Love Modi), এবং 'আই লাভ মহাদেব' (I Love Mahadev) লেখা পোস্টার হাতে ভিড় করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই পোস্টারগুলি নিয়ে আজ ডজনখানেক ভক্ত মন্দিরে আসেন। এই ঘটনাটি সম্প্রতি বরেলিসহ রাজ্যের কিছু অংশে 'আই লাভ মুহাম্মদ' পোস্টার বিতর্কের পরে ঘটল, যা আইন-শৃঙ্খলা নিয়ে চরম উত্তেজনা তৈরি করেছিল।

download - 2025-09-27T163225.304
MUHAMMAD

এই পোস্টার প্রদর্শন মূলত হিন্দুত্ববাদী আবেগ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ। এই ধরনের কর্মসূচি স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে।