ভাষণের সময় মায়ের দুঃখের স্মৃতি উঠে এল- জলে ভোরে গেল মোদীর চোখ-ভিডিও

কি বললেন মোদী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
modi pm kopp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এবার বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, দারিদ্র্যের মধ্যে বসবাস করেছেন তিনি তাই গরীবের জীবন কতটা কষ্টের জানেন তিনি। ভাষণের সময় তার বক্তব্যে মায়ের দুঃখের স্মৃতি উঠে আসে। চোখ জলে ভোরে ওঠে তার।

তিনি বলেছেন, "আমি দারিদ্র্যের মধ্যে বসবাস করেছি। আমি জানি গরীবের জীবন কতটা কষ্টের। গত ১০ বছরে চালু করা সমস্ত স্কিম আমার জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। উপকারভোগীদের সঙ্গে দেখা হলে আনন্দে পাই, অশ্রু চলে আসে। এই কান্না তারাই বুঝতে পারে যারা দারিদ্র্য ও সংগ্রাম দেখেছে। যে কখনো মাকে ধোঁয়ায় কাশি হতে দেখেনি, সে এই কান্না বুঝতে পারে না। কংগ্রেসের শেহজাদে মোদীর কান্নায় তার সুখ খুঁজছেন। এই লোকেরা হতাশ এবং আশাহীন।" মোদীর এই ভাষণের ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-

Add 1

BJP  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ... . . . .  . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .