‘আমি অভিনেতা নই’, কাকে উদ্দেশ্য করে এমন কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী?

'আমরা বন্দে মাতরম নিয়ে আলোচনা করছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
priyanka sad.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তিতে বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন তিনি বলেন, “তারা কেবল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে চায়। সেই কারণেই আজ আমরা বন্দে মাতরম নিয়ে আলোচনা করছি। বন্দে মাতরম দেশের প্রতিটি কণায় জীবন্ত। এই নিয়ে কোনও বিতর্ক হতে পারে না। আজ, প্রধানমন্ত্রী এই আলোচনা শুরু করেছেন। তিনি একটি বক্তৃতা দিয়েছেন এবং এটি বলতে কোনও দ্বিধা নেই যে তিনি ভালো বক্তৃতা দেন, কিন্তু তথ্যের ক্ষেত্রে তিনি দুর্বল হয়ে পড়েন। এর মধ্যেও একটি শিল্প আছে, কীভাবে তথ্য জনগণের সামনে উপস্থাপন করা উচিত। আমি নতুন, আমি একজন জনপ্রতিনিধি, অভিনেতা নই”।