/anm-bengali/media/media_files/Q1gV2oyYK076TtriFuWZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: 'আমি খুব শীঘ্রই মুম্বইতে বিস্ফোরণ ঘটাতে চলেছি', গতকাল ১১টা নাগাদ মুম্বই পুলিশকে হুমকি দিয়ে টুইটারে এই পোস্ট করে এক ব্যক্তি। তারপরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুম্বই পুলিশ সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্টটি নিয়ে তদন্ত শুরু করে বলে জানিয়েছে। আজ পুলিশ ব্যক্তিটিকে শনাক্ত করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Maharashtra | Mumbai Police received a threat around 11 am on May 22, after a person posted a threatening message on Twitter, "I am gonna blast the Mumbai very soon.” The police have started investigating the concerned account. Further investigation into this matter is underway:…
— ANI (@ANI) May 23, 2023