হায়দরাবাদ, সাইবারাবাদে হল কি? রঙের উৎসব নিয়ে কীসের এতো কড়াকড়ি?

অনিচ্ছুক ব্যক্তিদের জোর করে রঙ মাখানো নিষিদ্ধ করল দুই থানা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Devotees-palying-holi-1024x704.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হায়দরাবাদ পুলিশ এবং সাইবারাবাদ পুলিশ এবার রঙের উৎসবের আগে জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল। যে বিজ্ঞপ্তি প্রশ্ন তুলে দিয়েছে হাজারও। বিজ্ঞপ্তিতে দুই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদ শহর এবং সাইবারাবাদের জনসাধারণের রাস্তা এবং জনসাধারণের স্থানে অনিচ্ছুক ব্যক্তি, স্থান এবং যানবাহনের উপর রঙ বা রঙিন জল ছিটিয়ে দেওয়া বা অনিচ্ছুক ব্যক্তিদের রঙ মাখানো নিষিদ্ধ করা হচ্ছে। পুলিশ রাস্তা এবং জনসাধারণের স্থানে দলবদ্ধভাবে দুই চাকার গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে, যা শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করে এবং জনসাধারণের জন্য অসুবিধা, বিরক্তি বা বিপদের কারণ হয়।

Gl41pfXbYAAjbM-

২০২৫ সালের হোলি উৎসব উদযাপনের জন্য হায়দরাবাদে ১৩.৩.২৫ সন্ধ্যা ৬টা থেকে ১৫.৩.২৫ সকাল ৬টা পর্যন্ত এবং সাইবারাবাদে ১৪.৩.২৫ সকাল ৬টা থেকে ১৫.৩.২৫ সকাল ৬টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।