/anm-bengali/media/media_files/KFbyVbImPpS8USjAGJzl.webp)
নিজস্ব সংবাদদাতা : গতকাল বেঙ্গালুরু গ্রামীণ জেলার, হীলালিগে গ্রাম এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল। কারণ গতকাল শঙ্কর নামের এক ২৮ বছরের যুবক, তাঁর স্ত্রী মনসার মাথা কেটে থানায় আত্মসমর্পণ করে। এই বিষয়ে পুলিশ সূত্রে খবর, গতকাল রাতের শিফট শেষে শঙ্কর যখন বাড়ি ফেরেন তখন তিনি তার স্ত্রীকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন। এরপর তিনি নিজের স্ত্রী ও তার প্রেমিককে বাড়ি থেকে বের করে দেন। কিছুক্ষন পরে মনসা আবার বাড়ি ফিরে এসে শঙ্করকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর দু’জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এবং সেই সময়েই শঙ্কর তার স্ত্রীর মাথা কেটে হত্যা করেন। খুনের পর শঙ্কর সুর্যনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Karnataka | Surya Nagar Police say, "One Shankar (28) beheaded his wife, Manasa(26) after he found out about her illicit relationship and reached Police Station to surrender. The incident happened at Heelalige village in Anekal area of Bengaluru Rural. When Shankar returned home…
— ANI (@ANI) June 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us