'মন্দির-মসজিদ দিয়ে ক্ষুধা মেটানো যায় না', এ কি বলে দিলেন তেজস্বী যাদব? শোরগোল

তেজস্বী যাদবের মন্তব্যে শোরগোল শুরু হয়েছে। 

author-image
Aniket
New Update
aaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার যোগী আদিত্যনাথ ও বিজেপিকে নিশানা করতে গিয়ে মন্দির ও মসজিদ নিয়ে মন্তব্য তুললেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।  তেজস্বী যাদব বলেছেন, "আমরা সংঘর্ষ ও বিশৃঙ্খলা চাই না। এখন এমনকি ইউপির লোকেরাও বলছে যে তাদের মুখ্যমন্ত্রী কেবল ঘণ্টা বাজাচ্ছেন কিন্তু তাদের চাকরির জন্য বিহারে আসতে হবে। আপনারা সবাই তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। মন্দির-মসজিদ দিয়ে ক্ষুধা মেটানো যায় না। এই লোকেরা শো-অফের জন্য প্রার্থনা করে"।

hiring 2.jpeg