New Update
/anm-bengali/media/media_files/FR1IK3gseV0KQ09XfvHX.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিহারে বিজেপি ও নীতীশের জোটের সামনে ধরাশায়ী বিরোধী জোট মহাগঠবন্ধন। তবে মিজোরামে উপনির্বাচনে মোটেও ভালো ফল এলো না বিজেপির। ভারতীয় জনতা পার্টির প্রার্থী লালহমিংথাঙ্গা ডাম্পা আসন থেকে লড়াই করে মাত্র ১৫৪১ টি ভোট পেয়ে চরম ব্যর্থ হলেন। যার ফলে মিজোরামে বিজেপি আসার জন্য এখনো খাটতে হবে বলেই মনে করছেন রাজনৈতিকবিদরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us