/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের পরিচারকের বাড়িতে গতকাল তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। আর সেখান থেকেই উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। টানা ২৪ ঘন্টা তল্লাশি অভিযান শেষে ওই পরিচারক সঞ্জীব লালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বাড়ির থেকে উদ্ধার হয়েছে ৩৫ কোটি ২৩ লক্ষ টাকা।
বীরেন্দ্র রাম মামলায় গতকাল রাঁচিতে একাধিক জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বীরেন্দ্র কে. রামকে কিছু স্কিম বাস্তবায়নে কথিত অনিয়মের সাথে যুক্ত আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার করেছিল। সেই মামলার সূত্র ধরেই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে এবার উদ্ধার হল এই মোটা অঙ্কের অর্থ। সঞ্জীব লালকে ৬ দিনের জন্য রিমান্ডে নিয়েছে ইডি।
#UPDATE | Ranchi, Jharkhand: Sanjiv Lal - PS to rural development minister Alamgir Alam - and Jahangir Alam - household help of Sanjiv Lal - sent to ED remand for 6 days.
— ANI (@ANI) May 7, 2024
(Earlier visuals when they were brought to the court) pic.twitter.com/lrcrVE82mW
/anm-bengali/media/media_files/Nw1KpYzoQb8UT4MUNUVc.png)
/anm-bengali/media/media_files/9MCINgrblJdCRvuW6zIr.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us