বাজেয়াপ্ত করা হল ১২.৫৮ কোটি টাকার সোনা,গ্রেপ্তার ১৩ ! DRI মুম্বাইয়ের 'অপারেশন গোল্ডেন সুইপ'-এ বড় সাফল্য

বড় চোরাচালান চক্রের পর্দাফাঁস।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) মুম্বাইয়ের "অপারেশন গোল্ডেন সুইপ"-এ আজ এক বিশাল সাফল্যের ছবি দেখা গেল। আজ এই অভিযানে মুম্বাই বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের পর্দা ফাঁস করা হয়েছে।

DRI সূত্রে খবর, আজ এই অভিযান চালিয়ে প্রায় ১০.৪৮৮ কিলোগ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১২.৫৮ কোটি টাকা। এছাড়াও এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বিদেশী নাগরিক এবং বিমানবন্দরের কিছু কর্মী সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Arrest

এই বিষয়ে DRI জানিয়েছে,''আমাদের তদন্তে দেখা গেছে চোরাচালানকারীরা ট্রানজিট-ভিত্তিক অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করত। এই পদ্ধতি ব্যবহার করে তারা অত্যন্ত কৌশলে সোনা পাচার করত।''