দিল্লিতে এবার খোঁজ মিললো অস্ত্র ভাণ্ডারের!

অস্ত্র বাজেয়াপ্ত করেছে সরাই রোহিলা পুলিশ স্টেশন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GzzrvzAa0AAoc_Z

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাতসকালে রাজধানীর বুকে খোঁজ মিললো বেআইনি অস্ত্র ভাণ্ডারের। উত্তর দিল্লির ডিসিপি রাজা বান্থিয়া সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে এনেছেন। যা জানা যাচ্ছে, একটি অবৈধ অস্ত্র কারখানার উন্মোচন এবং কাঁচামাল সহ বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছে সরাই রোহিলা পুলিশ স্টেশন। অভিযানের পর উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে দলটি। ছয়টি দেশীয় তৈরি পিস্তল, স্ক্রু ছাড়া ১২টি দেশীয় তৈরি পিস্তল এবং ২৫০টিরও বেশি পিস্তলের কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে।

GzzrugNbAAAqk7p