'কিভাবে সংসদ সদস্যকে বিক্রি করা হল?'

মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুর।

author-image
Pallabi Sanyal
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সংসদ মহুয়া মৈত্রের কীর্তিতে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সদংসদের লগইন-পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ীকে দেওয়ার প্রসঙ্গে অনুরাগের সাফ কথা, 'দেশ জানতে চায় কিভাবে সংসদ সদস্যকে বিক্রি করা হলো?এটা উদ্বেগের বিষয়। এটা জাতীয় নিরাপত্তা ও দুর্নীতির বিষয়... তদন্ত হওয়া উচিত এবং দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।'
এদিকে সংসদীয় কমিটির তলবে হাজিরা দেবেন না বলে সাফ জনিয়ে দিয়েছেন মহুয়া।পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য,"যদি সংসদীয় কমিটি কাউকে তলব করে থাকে, তবে তাদের উচিত কথা বলা। এমনকি যদি তিনি তার ভুলগুলি স্বীকার না করেন, তাহলেও, সত্যকে আড়াল করা যাবে না।''

hiring 2.jpeg