IAS, IPS, IRS, IFS অফিসার হতে চান? রাস্তা রুক্ষ কিন্তু অসম্ভব নয়। কিছু মন্ত্র রয়েছে যা আপনাকে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্যের দিকে নিয়ে যাবে। যদিও কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই তবে পার্ক স্ট্রিটের এডুক্র্যাট অ্যাকাডেমি শিক্ষার্থীদের সিভিল সার্ভিসে সেরা প্রস্তুতি নিতে সাহায্য করে। এএনএম নিউজের এডিটর-ইন-চিফ অভিজিৎ নন্দী মজুমদারের সাথে একান্ত সাক্ষাৎকারে এডুক্র্যাট- এর সেন্টার-ইন-চার্জ সৌম্য পাল সাফল্যের রহস্য ব্যাখ্যা করেন।