পৃথিবীতে জন্ম নেওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়, এবার ভারতকে কাঁপিয়ে দেবে 'মন্থা'

সমুদ্রে কীভাবে সাইক্লোন জন্ম নেয়?

author-image
Anusmita Bhattacharya
New Update
Cyclone

নিজস্ব সংবাদদাতা: ভারতে 'মন্থা'- এর ভয়ে ঘিরে থাকা সময়ে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ঝড়ের জন্ম হয়েছে। হ্যাঁ, যেভাবে মন্থা দ্রুত ভারতের দিকে এগোচ্ছিল, ঠিক তেমনি ঘূর্ণিঝড় মেলিসা এবার এই বছরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। ১৭৫ মাইল প্রতি ঘণ্টার গতিতে এই ঘূর্ণিঝড় জ্যামাইকা সহ সমগ্র ক্যারিবীয় সাগরটি ঝড় তুলছে।

cyclone (1)

মেলিসার ভয় নিয়ে কিউবার উপকূলীয় এলাকায় মানুষ সুরক্ষিত স্থানে শিবিরে স্থানান্তরিত হয়েছে। যদি আপনি বিশ্বের মানচিত্র দেখেন, এই এলাকা আপনাকে উত্তর এবং দক্ষিণ আমেরিকার মহাদেশের মধ্যে দেখা যাবে। এমন পরিস্থিতিতে আপনার মনে এই প্রশ্ন জাগতেই পারে যে এই ঘূর্ণিঝড়গুলি হঠাৎ করে কীভাবে কোনো কাজ ছাড়াই সৃষ্টি হয়?